YouTube Alternative Platform Rumble -এ কাজ করে YouTube -এর থেকেও বেশি Income করুন শুধুমাত্র ভিডিও আপলোড করে।
I'm Prasen From Tube Planner, আজকে আমি তোমাকে দ্বিতীয় YouTube -এর কথা জানাতে চলেছি। এখানে তুমি YouTube -এর মতোই কাজ করতে পারবে,
অর্থাৎ যেমন তুমি YouTube -এ Content Upload করছো, ঠিক তেমনই Rumble -এ Content Upload করে Income করতে পারো। বিশেষজ্ঞরা মনে করেন Rumble হল YouTube -এর প্রতিদ্বন্দ্বী বা বিকল্প একটি Platform. এই Rumble প্ল্যাটফর্মটি World-Wide প্রায় অনেকগুলি দেশেই Available হয়ে গিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমাদের ভারত এবং বাংলাদেশে Available হয়ে যাবে, এখন থেকে যদি তুমি এই প্লাটফর্মে কাজ করতে থাকো এখানে কম্পিটিশন অনেকটা কম থাকার জন্য তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে ইনকাম করতে পারবে,
যেহেতু আমাদের ভারত এবং বাংলাদেশে এই Platform -টি এখনো কার্যকর হয়নি তাই তোমাকে এই প্লাটফর্মে কাজ করতে গেলে তোমাকে একটা United States মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করাতে হবে তোমার চ্যানেলটাকে,(কিভাবে তোমার চ্যানেলটাকে তুমি United States এর একটা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করাবে সে বিষয়ে আমার ইউটিউব ভিডিওটি দেখতে Miss করোনা)
◼️এখন আমরা জানবো Rumble -এর কিছু আকর্ষনীয় features,
১) এখানে ভিডিও আপলোড করে তুমি YouTube থেকে Earn করতে পারবে। (তোমার Upload করা ভিডিও Rumble তার নিজস্ব YouTube Channel -এ আপলোড করবে এবং তোমার সেই ভিডিওটির মাধ্যমে Rumble ইউটিউব থেকে যে Revenue Generate করতে পারবে তার 50% Revenue তোমাকে তোমাকে দেওয়া হবে )
২) এই Rumble -এ Monetize পেতে গেলে তোমার ভিডিওতে/চ্যানেলে শুধুমাত্র ১০০০ View থাকলেই হবে।
৩) এই Rumble -এ তোমার Income করা টাকা তুলতে কোন AdSense একাউন্টের প্রয়োজন হবে না। তুমি সরাসরি PayPal দ্বারা Withdraw করতে পারবে।
◼️ আমার কিভাবে এখানে Account করব?
১) আমরা Rumble Home page টিকে Open করে নেব , এবং উপরের ডানদিকে Sign In 'Clik' করতে হবে এবং তার পর যদি তোমার আগে থেকেই একটা রামবেল অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি তোমার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নেবে, যদি তোমার আগে থেকে কোনো একাউন্ট না থাকে তাহলে তোমাকে "CREATE A RUMBLE ACCOUNT NOW" 👈 এখানে Click করে "REGISTER WITH RUMBLE" -এই ফর্মটি পূরণ করতে হবে।
যেহেতু তুমি সবেমাত্র/১ম বার এখানে একাউন্ট খুলছো এর আগে তুমি এখানে কখনো কাজ করোনি। তাই আমি মনে করছি এখানে তোমাকে প্রথম একটা ফ্রি একাউন্ট হিসেবে একাউন্ট তৈরি করাটাই বুদ্ধিমানের কাজ হবে।
২নম্বর ছবিতে দেখানো Page -টি তে (১) তোমার নাম, (২) একটা User Name যেটা আগে কখনও Rumble ব্যাবহার করা হয়নি, (৩) Password & Re-type Pasword, (৪) Email Address & Re-type Email Address, (৫) Refferal Link/Code [এখানে তুমি আমার Refferal Code ব্যাবহার করতে পারো] (৬) তোমার বর্তমান Address এবং Date Of Birth পূরণ করো, এবং Uncheke Box টি '✓' করে REGISTER -এ Click করো। (তোমার Rumble Account Complete)
◼️ এখন তোমাকে এখানে একটা Channel Create করতে হবে, যে Channel থেকে তুমি এখানে ভিডিও আপলোড করবে।(অবশ্যই তোমার Channel টিকে একটি Unique নাম রাখো)
১) উপরে ডানদিকে তোমার Account -এ Click -করো
২) Create Channel -এ "Click" করো
৩) তোমার Channel Name লেখো, এবং ' Title ' লেখো, তোমার Channel -সম্পর্কে Description দাও, এর পর তোমার চ্যানেলের Professional ব্যানার এবং থাম্বেল Add করে নিতে হবে, এবং সব থেকে শেষে তোমার সোশ্যাল মিডিয়ার Link গুলি তুমি এখানে Add করে নিতে পারো। এবং নিচে ডান দিকে Create Option-এ ক্লিক করে দাও।
WELL DONE 👍
তোমার Rumble চ্যানেলটি এখন পুরোপুরি ভাবে তৈরি হয়ে গিয়েছে ভিডিও আপলোড করার জন্য এখন তুমি যেমন ভাবে ইউটিউবে ভিডিও আপলোড করো ঠিক তেমনভাবে (+) icon ক্লিক করে ভিডিও আপলোড করবে।
এখন থেকে তুমি এখানে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড কর এবং তোমার ভিডিওতে যখনই হাজারটা ভিউজ চলে আসবে তখনই তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে।
◼️ তোমার ইনকাম করা টাকা তুমি কিভাবে তোমার ব্যাংক একাউন্টে নিয়ে আসবে?
উপরে ডানদিকে তোমার Account -এ ক্লিক করো এবং 2nd Option এর মধ্যে Earning -এখানে Click করো, ঠিক উপরের ছবিটার মতো একটা Page তোমার সামনে খুলে যাবে এবং তুমি এখান থেকেই তোমার ইনকাম করা টাকা PayPal -এর মাধ্যমে সরাসরি তোমার ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারো।
◼️ তোমার Rumble Account -টিকে তুমি কিভাবে United States মোবাইল নাম্বার দিয়ে Verify করবে?
0 মন্তব্যসমূহ