Ee Sala Cup Namde’: খুব তো শুনছেন ‘এ শালা কাপ নামদু’- কোন ভাষার এই স্লোগান, আরসিবি-র এই স্লোগানের মানে কি জানেন

 

Ee Sala Cup Namde’: আইপিএলে যে সব দলের স্লোগান সবচেয়ে পপুলার তার মধ্যে কেকেআরের স্লোগান করব, লড়ব, জিতব রে সবচেয়ে নিঃসন্দেহে অন্যতম সবচেয়ে পপুলার৷ কিন্তু আঠারোতম বছরে আইপিএল যখন সাবালক হল তখন যে স্লোগান সারা নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে তা হল ‘এ শালা কাপ নামদে৷’ Photo Courtesy- X Account



রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পঞ্জাব কিংসের মধ্যে বহুল প্রতীক্ষিত আইপিএল ২০২৫ ফাইনালে ৬ রানে জেতেন বিরাট-রজত-ক্রুনালরা৷ আর তাঁদের এই জয়ে আরসিবি ফ্যানরা তাদের আইকনিক স্লোগান, "ই সালা কাপ নামদে" নিয়ে ঝাঁপিয়ে পড়ল নেটদুনিয়ায়৷ Photo Courtesy- X Account


আরসিবি ফ্যানদের হৃদয় থেকে উঠে আসা এ শালা কাপ নামদে -র ইংরাজি অর্থ “This year, the cup is ours" আর বাংলায় এই শব্দ বন্ধের অর্থ এই বছর কাপ আমাদের...এ শালা কাপ নামদে শব্দবন্ধটি কন্নড় ভাষার শব্দ৷
দিনের শুরুতেই কর্নাটকের উপ মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন “ 18 years of grit. Every prayer, every cheer, every heartbreak – it all leads to today. This is more than a match. Our moment. Our Cup. Wishing @RCBTweets the very best – Karnataka is with you" ‘‘যার অর্থ ১৮ বছরের দৃঢ়তা। প্রতিটি প্রার্থনা, প্রতিটি উল্লাস, প্রতিটি হৃদয়বিদারক ঘটনা - সবকিছুই আজকের দিকে পরিচালিত করে। এটি একটি ম্যাচের চেয়েও বেশি কিছু। আমাদের মুহূর্ত। আমাদের কাপ। @RCBTweets-এর জন্য শুভকামনা - কর্ণাটক আপনার সঙ্গে আছে।’’ Photo Courtesy- X Account





একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ