3 Dangerous Mistakes For YouTube Monetization
এই BLOG POST -টিতে তোমাকে স্বাগত জানাই অবশ্যই পেজটি Dekstop Version করে নেবে যদি তুমি মোবাইল থেকে ব্যবহার করে থাকো
নিচে দেওয়া এই তিনটি বিপদজনক কাজ থেকে বিরত থাকো তাহলে তোমার ইউটিউব চ্যানেলটি খুব সহজে মনিটাইজেশন হয়ে যাবে এবং তুমি তোমার চ্যানেলটি থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবে।
01) Spamming:-
এইরকম কিছু প্রতারকের মাধ্যমে প্রতারিত হচ্ছে হাজার হাজার নতুন কনটেন্ট ক্রিয়েটর, সাম্প্রতিক গত দুই বছরে প্রায় ৭৫ শতাংশ এই প্রতারণা চক্র বৃদ্ধি পেয়েছে। এই প্রতারক-গন ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে নতুন কনটেন্ট এর কাছে পৌঁছে যাচ্ছে এবং বেশ কিছু অর্থ বা টাকার বিনিময়ে এরা স্প্যামিং সাবস্ক্রাইবার (Spamming Subscribers) বিক্রি করছে।
বেশ কিছু সংখ্যক নতুন কনটেন্ট ক্রিয়েটর এদের চক্রে বা এদের ফাঁদে পা দিচ্ছেন এবং বেশ কিছু পরিমাণ অর্থের বিনিময়ে নিজের চ্যানেলের জন্য Spamming Subscribers কিনে আনছেন এবং ভবিষ্যতে যখন নিজেদের চ্যানেলটা Monetization -এর জন্য Apply করছেন তখন দেখছেন যে চ্যানেলটা Monetization Accept হচ্ছে না।
এর একটাই কারণ হলো Subscribers Spaming, YouTube Algorithm এখন অনেকটাই উন্নত এবং youtube এলগরিদম খুব তাড়াতাড়ি বুঝে যায় যে তোমার চ্যানেলে যে Subscribers গুলো রয়েছে সেগুলো Organic নাকি Spamming, যদি তোমার Channel -এর মধ্যে YouTube Algorithm এই Subscribers Spamming -এর হদিস পায় তাহলে তোমার চ্যানেলটি কোন সময়ই Monetization এর জন্য Accepted হবে না Review -তে গিয়েই Reject হয়ে যাবে।
02) Copy Paste Content:-
কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করা খুব একটা সহজ নয়, এই Cooy Pest নিয়ে অনেক Policy রয়েছে ইউটিউবে, তুমি যদি এই Policy গুলো মেনে কাজ করতে পারো তবেই Monetization পাবে।(Blue Text Click করে Policy গুলি দেখতে পারো)
বেশিরভাগ Copy Paste চ্যানেলগুলি ইউটিউবে থাকা Policy গুলি লংঘন করে থাকে, তাই তারা ভবিষ্যতে তাদের চ্যানেলে Monetization পায় না।
03) Buying and selling channels
এই প্রক্রিয়াটি কিছুটা Subscribers Spaming এর মত, এখানে টাকা দিয়ে একটা চ্যানেল সমেত কিছু Spamming Subscribers কেনা হয়।
বেশ কিছু প্রতারক ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই Spamming Channel -গুলো বিক্রি করে থাকে এবং কিছু নতুন ক্রিয়েটর খুবই বুদ্ধির সাথে এই চ্যানেলগুলি কিনে থাকে। এবং এই চ্যানেলে তারা দিনের পর দিন কাজ করতে থাকে একটা সময় তাদের চ্যানেলটি Monetization Apply দেওয়ার পর তারা দেখতে পায় তাদের চ্যানেলটি Monetization Accept হচ্ছে না,
এর একটাই কারণ যে এই চ্যানেলটি তে যে সাবস্ক্রাইবার গুলো আগে থেকেই ছিল সেগুলো Spamming করে আনা হয়েছিল তার জন্য ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না।
ঠিক এইরকম কিছু ভুলের কারণে হাজার হাজার চ্যানেল কে ইউটিউব মনিটাইজেশন দিচ্ছে না যদি মনে করে থাকো ইউটিউব থেকে কাজ করে তুমি ইনকাম করবে তোমার ইউটিউবার হওয়ার স্বপ্নটাকে তুমি সত্যি করবে তাহলে এই কাজগুলি থেকে বিরত থাকো এবং তোমার Content কে তুমি Improve করো দেখবে, ধীরে ধীরে তোমার চ্যানেলটা Grow করে যাচ্ছে এবং একটা সময় তুমি খুব সহজেই তোমার চ্যানেলটিকে Monetization করে নিয়ে তোমার ইউটিউব চ্যানেল থেকে Unlimited অর্থ উপার্জন করতে পারছো।
0 মন্তব্যসমূহ