আজকের এই প্রতিবেদন থেকে আমরা শিখব কিভাবে আমাদের পুরনো low end pc বা laptop এ আমরা Linux OS ব্যবহার করতে পারি।
প্রথমে আমরা ডাউনলোড করে নেব Linux OS ISO File, এরপর আমরা একটি Bootable Pendrive/Flash Drive Create করব,
1. Create Bootable Pendrive:-
Linux OS ISO File ডাউনলোড করার পর আমরা একটি পেনড্রাইভ আমাদের ল্যাপটপ কিংবা ডেক্সটপে ইন্সটল করব অবশ্যই আমাদের পেনড্রাইভ এর স্টোরেজ minimum 8GB হতে হবে, এরপর আমরা ডাউনলোড করব Rufus 3.2(পেনড্রাইভ bootable করার জন্য একটি সহজ অ্যাপ্লিকেশন)
2. Linux OS Installation:-
আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপটিকে প্রথমেই Off করুন, এরপর আপনার Bootable Pendrive টা আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপে Install করুন, এখন আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ থেকে পাওয়ার অন করুন, আপনার ডেক্সটপ কিংবা ল্যাপটপের যে বুট কি রয়েছে সেটা প্রেস করুন, আপনার সামনে অনেকগুলি অপশন থাকবে এর মধ্যে USB Device টি Select করুন। আপনার ডেস্কটপ কিংবা ল্যাপটপে Linux OS Opareting System Installation Complete হাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
0 মন্তব্যসমূহ