Make money on YouTube – অনেকেই ইউটিউব কে নিজের ক্যারিয়ার বানাতে চান। তাই ইউটিউব থেকে উপার্জন করায় ক্রিয়েটরদের মূল লক্ষ্য হয়ে ওঠে। প্রথম প্রথম সব নিয়ে চিন্তা না করলেও পরবর্তীতে এখান থেকে ইনকাম না করলে তারা কখনো এটিকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতে পারবে না। কিন্তু অনেকেই ঠিক মতো জানেন না ইউটিউব থেকে কিভাবে আয় (Make money on YouTube) হয় বা কতটা আয় হয়।
অনেকেরই একটা প্রশ্ন থাকে ইউটিউব থেকে আয় (Make money on YouTube) করতে গেলে কি কি ক্রাইটেরিয়া দরকার ভিডিওতে কত ভিউ থাকা প্রয়োজন কত ভিউতে কত আয় হয়? চলুন জেনে নেওয়া যাক ইউটিউব থেকে আয় শুরু করতে আপনার কি কি প্রয়োজন?
কি কি ক্রাইটেরিয়া দরকার ইউটিউব থেকে আয় (Make money on YouTube) করতে গেলে?
বর্তমানে ইউটিউব একটি ভালো কেরিয়ার অপশন অনেক ক্রিকেটার ইউটিউব থেকে প্রচুর টাকা (Make money on YouTube) উপার্জন করে থাকে। বাংলার বঙ্গাই থেকে হিন্দির ক্যারিমিনতি ইন্টারন্যাশনাল এর ক্ষেত্রে আমেরিকার মিস্টার বিস্ট সকলেরই ইউটিউব থেকে ভালো টাকা আয় (Make money on YouTube) করেন। তাই প্রত্যেকেই এখন কম বেশি জানেন Youtube একটি ভালো ক্যারিয়ার হওয়া সম্ভব।
তবে একদম প্রথমেই এগুলি হয় না নতুন চ্যানেলের ক্ষেত্রে এটি এক বিরাট চ্যালেঞ্জ হতে পারে। যেমন ১০০০ Subscriber ও সাথে ৪ হাজার ঘণ্টা Watched Time. আপনি যদি নতুন ইউটিউব চ্যানেল খুলে থাকেন তবে আপনার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি হল, আপনার ইউটিউব থেকে ইনকাম করা শুরুর জন্য মোট কতগুলি Subscriber দরকার এবং আপনি কত ভিউ থেকে কত টাকা ইনকাম করতে পারবেন?
মোট কতগুলি Subscriber দরকার?
সাধারণত আপনার ইউটিউব চ্যানেলের Subscriber ১০০০ হলেই আপনি ইউটিউব চ্যানেল ইনকাম শুরু করতে পারবেন না, কারন এর সাথে সাথে আপনাকে ৪ হাজার ঘণ্টা Watched Time থাকে চাই, তবে সেটা আপনাকে ১২ মাসের মধ্যে সম্পূর্ণ করতে হবে।
ইউটিউব থেকে কত ভিউ থেকে কত টাকা ইনকাম করতে পারবেন?
তবে আপনি ভিউ ছাড়া ও বিভিন্নভাবে ইনকাম করতে পারেন যেমন কোন প্রোডাক্ট বা কোন বস্তু আপনার ভিডিওর মাধ্যমে প্রমোশন করে সেই কোম্পানি থেকে আপনি টাকা নিতে পারেন অথবা আপনার ভিডিও ডেসক্রিপশনে কোন লিংক (affiliate marketing) দিয়ে প্রোডাক্ট বিক্রি সেখান থেকে কমিশন আয় করতে পারেন।
ইউটিউব চ্যানেলের ভিউয়ের উপর টাকা নির্ভর করে আপনার ভিডিও কনটেন্ট এর ওপর। সচরাচর আপনার হাজার ভিউতে ইউটিউব আপনাকে এক ডলার অর্থাৎ ভারতীয় হিসেবে ৮২ টাকা দিয়ে থাকে। আবার আপনি এই একই ভিউ থেকে ৩০ ডলার অর্থাৎ ভারতীয় হিসেবে ২৪৬০ টাকা আয় করতে (Make money on YouTube) পারবেন। তবে পুরোটাই নির্ভর করবে আপনার কনটেন্ট এর উপর। তবে তথ্য অনুযায়ী দেখা গেছে ফাইন্যান্স এবং টেক সম্পর্কিত ভিডিয়ো ক্রিয়েটরদের তাদের ভিউ থেকে সব থেকে বেশি পরিমাণে টাকা পেয়ে থাকেন।
For More Information Visit My Youtube Channel
0 মন্তব্যসমূহ