যে ছোট ভুলে স্মার্টফোনের বড় ক্ষতি হয়

 

স্মার্টফোন দীর্ঘদিন ধরে ব্যবহার করলেও অনেকেই এর সঠিক ব্যবহার জানেন না। ছোটখাটো ভুল হ্যান্ডসেটটির বড় ধরনের ক্ষতি করে। 

ফোনের চার্জিংয়ে ছোট্ট কিছু ভুলের কারণে আপনাকে বড়সড় বিপদের সম্মুখীন হতে হয়। কখনও ফোনটা আবার বিস্ফোরণ পর্যন্ত হতে পারে। ফোনের যত্ন নিতে কোন কোন বিষয়গুলো প্রাধান্য দিতে হবে জানুন। 


গেমিং 

অনেক সময় মোবাইল ফোনে আমরা একটানা একটা লম্বা সময় গেম খেলতে থাকি। তা কোনও দিক থেকেই আমাদের জন্য ভালো নয়। শুধু গেমিং কেন, মোবাইলে একটানা কোনও স্ট্রিমিং প্ল্যাটফর্মের কনটেন্ট উপভোগ করাও আপনার জন্য ভালো নয়। তাতে ফোনের কার্যক্ষমতা অনেকটাই কমে যেতে পারে। তাই, ফোনে গেম খেলার সময় আপনার বিশেষভাবে যত্নবান হওয়া উচিত। অনেকক্ষণ ধরে গেম খেললে ফোনের ব্যাটারির দফারফা হয়ে যেতে পারে। তেমনই আবার ফোনের মাদারবোর্ডও ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়।



চার্জিং

স্মার্টফোন চার্জিংয়ের সময় চার্জিং টাইম এর দিকেও আপনাকে অনেক মনোযোগ দিতে হবে। ক্রমাগত চার্জিংও স্মার্টফোনের ক্ষতি করতে পারে। কোনো ভাবে ফোনের চার্জিং সেটআপ যদি খারাপ হয়ে যায়, তাহলে তা মেরামত করার জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হবে।

স্মার্টফোন চার্জ করার সময় এই ধরনের ভুলের পুনরাবৃত্তি করা উচিত নয়। চার্জ করার সময়ও অনেক গুরুত্বপূর্ণ কতক্ষণ চার্জ করবেন ফোনটা, সে বিষয়ে খেয়াল রাখা উচিত। পুরো ১০০% চার্জ করতে যাবেন না। আবার ২০% কমেও চার্জিং নামতে দেওয়া যাবে না। অতিরিক্ত চার্জ করা স্মার্টফোনের জন্যও ক্ষতিকর

সফটওয়্যার আপডেট না করা

ফোনে সফটওয়্যার আপডেট অত্যন্ত জরুরি। অনেকেই আছেন, যারা দীর্ঘ সময় ধরে ফোন আপডেট করেন না। এমনটা কিন্তু আপনার ডিভাইসের জন্য মোটেই ভালো নয়। আপনি যে কোম্পানিরই ফোন ব্যবহার করুন না কেন, নির্দিষ্ট সময় অন্তর প্রতিটা কোম্পানিই তাদের হ্যান্ডসেটে সফটওয়্যার আপডেট পাঠায়। আপনার তা যথাসময়ে করে নেওয়া উচিত। তাহলে ফোন নিয়ে বেশি ভুগতে হবে না। মাথায় রাখবেন, সফটওয়্যার আপডেট করলে ফোনের সফটওয়্যারের সঙ্গে তার হার্ডওয়্যারও খুব ভালো থাকে।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ