পুরনো ফোন অর্থাৎ সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে দেখে নিন এই ব্যাপারটা। না হলে ঠকতে হবে।
বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই স্মার্টফোন একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস হয়ে উঠেছে। কারণ অফিসের কাজ থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়ে থাকে।
এর জন্য ভারতের বাজারে বিভিন্ন ধরনের কোম্পানি একটার পর একটা স্মার্টফোন লঞ্চ করে চলেছে। কারণ ভারতে স্মার্টফোনের বাজার খুবই বড়। এই বাজারে নতুন ফোনের সঙ্গে সঙ্গে পুরনো ফোনের চাহিদাও অনেক বেশি।
যাঁরা দামের জন্য নতুন ফোন ক্রয় করতে পারেন না, তাঁরা অনেক সময় পুরনো ফোন ক্রয় করে থাকেন। অনেক সময় আবার অনেকেই জনপ্রিয় কোম্পানির আধুনিক নতুন ফোন লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গে ক্রয় করতে না পেরে, সেই মডেলের পুরনো ফোন ক্রয় করে থাকেন।
কিন্তু, এর মধ্যেই লুকিয়ে রয়েছে এক ধরনের জালিয়াতি- চুরি করা স্মার্টফোন গ্রাহকদের কাছে বিক্রি করা। তাই পুরনো ফোন অর্থাৎ সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করার আগে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে।
গ্রাহকরা যদি অনলাইন বা অফলাইন স্টোর থেকে সেকেন্ড হ্যান্ড ফোন ক্রয় করেন, তাহলেও তাঁকে সতর্ক থাকতে হবে। সেকেন্ড হ্যান্ড গ্যাজেট বিক্রির অনেক সাইটে চুরি হওয়া ফোনও বিক্রি হচ্ছে। সেই ফোন চুরি হয়েছে কি না, তা খুঁজে বের করা এখন খুবই সহজ হয়ে গিয়েছে।
সম্প্রতি, টেলিকম মন্ত্রক (DoT) সঞ্চার সাথী পোর্টাল চালু করেছে, যার মাধ্যমে গ্রাহকরা সেকেন্ড হ্যান্ড ফোনের সম্পূর্ণ বিবরণ যাচাই করতে পারবেন। এছাড়াও, হারিয়ে যাওয়া ফোনগুলি ব্লক এবং ট্র্যাক করার সুবিধা এই পোর্টালে রয়েছে।
সঞ্চার সাথীতে রয়েছে Know Your Mobile-এর মতো ফিচার। যা ইউজারদের সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে তার সত্যতা যাচাই করতে সাহায্য করে। এতে সাইবার জালিয়াতির ক্রমবর্ধমান প্রবণতা কমবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন- গোপনে কি কারোর সঙ্গে কথা বলছে প্রেমিকা? জানতে পারবেন WhatsApp-র এই ফিচারে
এক নজরে দেখে নেওয়া যাক সেকেন্ড হ্যান্ড ফোন যাচাই করার উপায় –
– পোর্টালে গিয়ে সেকেন্ড হ্যান্ড ফোনের আইএমইআই নম্বর যাচাই করা যেতে পারে।
– এর জন্য গ্রাহকরা যে ফোন ক্রয় করতে ইচ্ছুক, সেই ফোন থেকে *#০৬# নম্বরে ডায়াল করতে হবে। এটা ডায়াল করার সঙ্গে সঙ্গেই সেই ফোনের IMEI নম্বরটি স্ক্রিনে চলে আসবে। এই IMEI নম্বরটি কোথাও সেভ করে রাখতে হবে।
– এরপর গ্রাহকদের Central Equipment Identity Register ওয়েবসাইটে- https://www.ceir.gov.in/Device/CeirIMEIVerification.jsp যেতে হবে।
– এখানে ইউজারদের মোবাইল নম্বর দেওয়ার পর OTP দিতে হবে।
– এরপর স্ক্রিনে আইএমইআই নম্বর দেওয়ার অপশন আসবে। এখানে আইএমইআই নম্বর দেওয়ার সঙ্গে সঙ্গেই এর স্টেটাস দেখা যাবে।
– যদি সেখানে দেখা যায় সেটি ব্ল্যাকলিস্টেড, ডুপ্লিকেট বা আগে থেকেই ব্যবহার করা হচ্ছে, তাহলে বুঝতে হবে সেই ফোন চুরি হয়ে গিয়েছে।
0 মন্তব্যসমূহ