দীর্ঘদিন ধরেই স্মার্ট ড্রাইভিং লাইসেন্স (Smart Driving License) চালু হবে এমন খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান হল বৃহস্পতিবার। বৃহস্পতিবার থেকে রাজ্যে গাড়ি চালকদের জন্য চালু হয়ে গেল স্মার্ট কার্ড (Smart Card)। রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বেলতলা মোটর ভেহিকেলসে এমন স্মার্ট কার্ডের সূচনা করেন। নতুন এই স্মার্টকার্ডে লুকিয়ে রয়েছে বিভিন্ন সুবিধা। আর সেই সকল সুবিধার জন্য অনেকেই এমন স্মার্ট কার্ড পেতে ইতিমধ্যেই আগ্রহ প্রকাশ করছেন।
অত্যাধুনিক এই স্মার্ট কার্ড থাকলে আর গাড়ি চালকদের আলাদা করে ড্রাইভিং লাইসেন্স অথবা গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বয়ে বয়ে নিয়ে যেতে হবে না। এই স্মার্ট কার্ডের মধ্যেই থাকবে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন ইত্যাদি। এটি একটি উন্নত মানের কার্ড। এই কার্ডের মধ্যে থাকবে চিপ। এতে রয়েছে কিউআর কোড। এমন স্মার্ট কার্ড শুধু পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষেই কার্যকর।
এখন প্রশ্ন হল এই ধরনের স্মার্ট কার্ড কিভাবে পাওয়া যাবে এবং এর জন্য কত টাকা খরচ করতে হবে? যে সকল গাড়িচালকদের পুরাতন ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা খুব সহজেই এই স্মার্ট কার্ড পেতে পারেন। স্মার্ট কার্ড পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হবে এবং আবেদন ফি হিসাবে জমা দিতে হবে মাত্র ২০০ টাকা। ফিজ জমা দেওয়ার পরই নতুন স্মার্ট কার্ড পেয়ে যাবেন আবেদনকারীরা।
0 মন্তব্যসমূহ