1 মাসের ফ্রি মোবাইল রিচার্জ করে দিচ্ছে মোদী সরকার! জেনে নিন সত্যিটা

 

বিনামূল্যে মোবাইল রিচার্জ। ভ্যালিডিটি থাকবে এক মাস। সম্প্রতি এমন কোনো মেসেজ পেয়েছেন? তাহলে এই পুরো বিষয়টি জানুন।

'image.png' failed to upload. TransportError: There was an error during the transport or processing of this request. Error code = 103, Path = /_/BloggerUi/data/batchexecute

মানুষের দৈনন্দিন জীবনে বড় ভূমিকা মোবাইলের। দেশ দুনিয়া রাজ্য সবকিছুর খবর হাতের মুঠোতে হাজির করে স্মার্টফোন। কিন্তু তা চালু রাখার জন্য প্রয়োজন একটি বৈধ রিচার্জ। যা নাকি নাগরিকদের বিনামূল্যে করে দিচ্ছে মোদী সরকার। সম্প্রতি এমনই এক মেসেজ পেয়েছেন বেশ কিছু মানুষ

এই মেসেজে বলা হয়েছে, সরকারের তরফে 239 টাকার 1 মাসের রিচার্জ বিনামূল্যে করে দিচ্ছে সরকার। হঠাৎ এমন বার্তা পেয়ে চমকে গিয়েছেন বহু মানুষ। তাদের কৌতূহল সত্যি কি এমন কোনো অফার বা পরিষেবা চালু হয়েছে?

আপনি বা আপনার পরিচিত কেউ যদি এমন মেসেজ পেয়ে থাকে তাহলে জানুন সেটি সম্পূর্ণ ভুয়ো। সম্প্রতি কেন্দ্রের PIB ফ্যাক্ট চেক টুইট করে জানিয়েছে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এই ভুয়ো মেসেজ পাঠানো হচ্ছে ব্যবহারকারীদের।
উক্ত মেসেজে আরও উল্লেখ রয়েছে, যে আসন্ন 2024 লোকসভা ভোটের আগে এই ফ্রি রিচার্জ দেওয়া হচ্ছে। যাতে সবাই বিজেপি-কে ভোট দেয়। কিন্তু PIB জানিয়েছে এই মেসেজ সম্পূর্ণ মিথ্যা।

ভুয়ো মেসেজটি হল,

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিনামূল্যের মোবাইল রিচার্জ প্রকল্পের অধীনে সমস্ত ভারতীয় ব্যবহারকারীকে 28 দিনের জন্য 239 টাকার বিনামূল্যে রিচার্জ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তাই নিচের নীল রঙের লিঙ্কে ক্লিক করে আপনার নম্বরটি রিচার্জ করুন। আমিও আমার 28 দিনের রিচার্জ করেছি। আপনিও নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে রিচার্জটি পেতে পারেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে এই ধরণের ভুয়ো মেসেজের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। বেশিরভাগ মেসেজেই যুক্ত করা থাকছে একটি লিঙ্ক। যেখানে ক্লিক করার জন্য গ্রাহকদের নানা রকম ভাবে জোর করা হচ্ছে।

মনে রাখবেন, এই ধরণের লিঙ্ক প্রতারকদের তরফে পাঠানো হয়। হোয়াটসঅ্যাপ, ফেসবুক সহ একাধিক মাধ্যমে ভিন্ন কৌশলে গ্রাহকদের ফাঁদে ফেলার চেষ্টা করা হয়। কেউ কেউ আছেন যারা এগুলি বিশ্বাস করে ওই লিঙ্কে ক্লিক করে বসেন।

রিচিত ব্যক্তির ছদ্মবেশে অথবা কোনো সংস্থা বা প্রকল্পের নাম করে প্রতারণার ছক কষা হয়। যা প্রতিরোধ করতে ইতিমধ্যে নানা ব্যবস্থা নিয়েছে সরকার। স্প্যাম কল ও মেসেজ রুখতে ইতিমধ্যে টেলিকম অপারেটরগুলি প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্র।

সোশ্যাল মিডিয়া অথবা জিমেইলে এই ধরণের কোনো সন্দেহজনক লিঙ্ক বা মেসেজ এলে সেগুলিতে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকা উচিত বলে মত সাইবার বিশেষজ্ঞদের।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ